চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফ🦩েরদৌস আহমেদ বলেছেন, “আগে ছিলাম পর্দার নায়ক এখন মাঠের নায়ক হতে চাই। দেশের-দশের মানুষের জন্য কাজ করতে পারছি এটা আমার বড় প্রাপ্তি।”
꧋বুধবার (৬ মার্চ) ফেনীতে রেমন্ড শপের উদ্বোধনী অ🥀নুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেরদৌস আরও বলেন, “চলচ্চিত্রের উন্নয়নে সং🥂সদে দাঁড়িয়ে কথা বলেছি, আরও জোরালোভাবে বলব🐼।”
শোরুমটির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এ সময় বিশেষ অতিথি ছিলেন আজমেরী গ্রুপের ডিরেক্টর মফিজুর, রেমন্ড শপের ম্যানেজিং 🌺ডিরেক্টর মো. শরীফ হোসেন। এছাড়া এসময় স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।