ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭০🍰 বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পু🥂লিশ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চন্দনী গ্রামের ম🌳োশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম🔯 (৩৫)।
থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। পরে গোপন🎉 সংবাদের ভিত্তিতে মোশাররফ হোসেনের রান্না ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ওই দম্পতিকে আটক করে পুলিশꦯ।
বোয়ালমারী থᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হে﷽না বেগমকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।