কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনꦫ বাহারের মেয়ে তাহ🦩সিন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে সূচনা এবারই প্রথম। প্রথমবারেই বাজিমাত করলেন তিনি। বিজয়ী হয়ে ফিরলেন ঘরে। প্রথম কুমিল্লা সিটিতে কোন নারী প্রথম মেয়র নির্বাচিত হলেন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর জিলা স্কুলের অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং💦 কর্মকর্তা ফরহাদ হোসেন।
নির্বাচন কমিশনের সূত্রমতে, ১০৫টি কেন্দ্রে বেস﷽রকারিভাবে ঘোষিত ফলাফলে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বꦍী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
মোটꩵ বৈধ ভোটের সংখ্যা 🐠৯৪ হাজার ১১৫টি। মোট ভোটের শতকরা হার ৩৮ দশমিক ৮২ ভাগ।
২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়ღর আরফানুল হক রিফাত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর মারা যান। এরপর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।