পঞ্চগড়ে দেবীগঞ্জে নদী পার হতে গিয়ে প🅰ানিতে ডুবে বিকাশ চন্দ্র অধিকারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হ♏য়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপু✱র এলাকার ছাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সা꧂র্ভিস।
নিহত বিকাশ চন্দ্র রায় অধিকারী দেবীডুবা 🐬ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকꦉার মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিকাশ চন্দ্র ক♔ৃষি জমির কাজ𝓡 শেষ করে বাড়ি ফেরার সময় নদী পার হওয়ার জন্য নদীতে নামে। এ সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম বলেন, “আমরা 🎀ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তা𝓀ন্তর করেছি।”