রাজধানীর কেরানীগঞ্জের পানগাও এলাকা সংলগ🐬্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১)।
র🍸োববার (১৩ নভেম্বর) সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেন🌊ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার 🍷কেরানীগঞ্জে পর𝓀িবার নিয়ে থাকতেন।
এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের জেনা꧃রেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লার পাগলা নৌ ফা🐲ঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ্জাহান আলী জানান, শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিহতের স্বজনরা। রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা।
মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পরিদর্শক শা🌄হ্জাহান আলী।