চুরির মামলায় কারাগারে বন্দি ছিলেন রাজু মাল। রিমাণ্ড শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে আবারও কারাগারে পাঠানোর জন্য তাকে হাজতখানায় রাখা হলে কৌশলে ভেন্টিলেট𝓡র ভেঙে পালিয়ে যান তিনি। কিন্তু পুলিশের চিরনি অভিযানে এক ঘণ্টার মধ্যে আবারও গ্রেপ্তার হতে হয় রাজুকে।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শরীয়𒀰তপুর কোর্টে এ ঘটনা ঘটে।
পু🎉লিশ সূত্রে জানা যায়, শরীয়ত♔পুরের ডামুড্যা থানার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমান মালের ছেলে রাজু মাল (২৬) ডামুড্যা থানার একটি চুরির মামলায় আসামি হিসেবে শরীয়তপুর কারাগারে বন্দি ছিলেন।
রোববার মামলাটির রিমাণ্ড শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছিল। শুনানি 🉐শেষে তাকে ফের কারাগারে পাঠানোর জন্য কোর্টের হাজতখানায় রাখা হয়। এসময় তিনি কৌশলে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। পরে পুলিশের চিরনি অভিযানে পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে রাজু মালকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
শরীয়তপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব বলেন, “কোর্টের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে গিয়েছিল রাজু মাল। পরে অভিযান পরিচাল🌺না করে এক ঘণ্টার মধ্যে তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামඣি রাজু মালকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”