কক্সবাজার টেকনাফের না🌸ফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ৭৮ গ্রাম ক্রিস্টা🅘ল মেথ আইসসহ মাহমুদ উল্লাহ (৪২) নামের এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার 🍌(২৫ মার্চ👍) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদীর বড়ইতলী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
মাহমুদ উল্লাহ টেকনাফের হ্নীলা ই🌳উনিয়নের দমদমিয়া বড়ইতলী এলাকার নু🍷রুল আলমের ছেলে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট ⭕কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, ভোরে নৌকা চালিয়ে নাফ নদী পার হচ্ছিলেন মাহমুদ উল্লাহ। বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় নৌকা থেকে মাছ ধরার জালের মধ্যে লুকিয়ে রাখা ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে টে🎶কনাফ থানায় মামলা করা হয়েছে।