নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে জানিয়েছেন পরিকল্পন🍌ামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “যেকোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে সতর্কের সঙ্গে কাজ করতে হবে।”
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সಌু༒নামগঞ্জের জগন্নাথপুরে ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, “বিএনপি꧟ যদি মহাসমাবেশের নামে আইন লঙ্ঘন করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস🌃্থা নেবে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ 🐻তাদের নিবন্ধন নেই। এছাড়া স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আসুক। আমরা বাঁধা দেবো না। তবে আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না।”
এম এ মান্নান আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ💞 হাসিনার নেতৃত্বে স্বাধীন দেশ স্বাধীনভাবে চলবে। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না। আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করু🎀ক। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক, তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারে কাছেও নেই।”
এসময় কৃষি সম👍্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জগন্ন🌳াথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।