বাবার স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে♛ চড়ে বিয়ে করে পুত্রবধূকে নিয়ে বাড়ি ফিরবে। সেই স্বপ্নই বাস্তবায়ন করেছেন চিকিৎসক ছেলে তৌফকিুল ইসলাম রনি।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পাশে খোলা মাঠে স্ত্রী ডা. নীলিমা আফরিন নওমীকে নিয়ে ডা. তৌফিকুল༒ ইসলাম রনি হেলিকপ্টা𒉰রে অবতরণ করেন।
এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) শরীয়তপুরের জাজিরার মো. নুরুজ্জামান বেপারীর বড় মেয়ে ডা. নীলিমা আফরি⛦ন নওমীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্🍃ধ হন রনি।
বর ✅রনির চাচতো বোন ফারজানা সাথী বলেন, “আমার ছোট ভাই ও ভাবিকে আজকে হেলিকপ্টারে করে নিয়ে আসছꦍেন আমার চাচা। এটা তার একটি স্বপ্ন ছিল। আমরা সবাই দেখতে আসছি।”
কনে নও𓆉💜মী বলেন, “আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক আনন্দিত।”
হেলিকপ্টারে বউ আনার বিষয়ে𝕴 চিকিৎসক তৌফকিুল ইসলাম রনি বলেন, “আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবার খুব ইচ্ছা, আমি চিকিৎসক হবো এবং বিয়ের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আ♐জ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে করে বউ আনলাম।”