জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবি নিয়ে রিয়াদুল হক নামের এক ছাত্রদল🐭 নেতার বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে ওই তরুণী অনশনে বসেন।
রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সি🤪নিয়রꦏ যুগ্ম আহবায়ক ও পৌর শহরের মিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ওই ত𝕴রুণী খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শি♐ক্ষার্থী।
জানা গেছে, ওই কলেজছাত্রীর সঙ্গে রিয়াদুলের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার বাড়িতে আসতে বলেন। সন্ধ্যায় ওই কলেজছাত্রী রি🥃য়াদুলের বাড়িতে গেলে তিনি পালিয়ে যান। পরে ওই কলেজছাত্রী বার বার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। এক পর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি।
অনশনে বসা কলেজছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছেন রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুল🥀ের বাড়িতে এসেছেন। কিন্তু তাকে রেখেই পালিয়েছেন রিয়াদুল।
অভ🥂িযুক্ඣত রিয়াদুল হকের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মেয়েটি অনশনে বসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হব🤪ে।