মৌলভীবাজ🍷ারের রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উ🦂পজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গোলাগুলিতে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত গ্রামবꦯাসী।
স্থানীয়রা জানায়, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান ꦓমিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সকালে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এতে গুলিবিদ্ধ হন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। স🎀্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সꦰম্পাদক।
সংঘর্ষে আহতরা🙈 মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, `সকাল ১১টার দিকে আমাদ♊ের গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেদের সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছোঁড়ে এবং আমাদের গ্রামের ৪-৫টা দোকান লুট করে।`
নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, `পিন্টু সুলতা⛄নের পক্🐽ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।`