• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাজার দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৯:৩১ এএম
বাজার দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

মৌলভীবাজারের⭕ রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গোলাগুলিতে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত গ🅰্রামবাসী।

স্থানীয়রা জানায়, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে ম🧔ধুর বাজারে আধিপত্য বিস্তা𝐆র নিয়ে সকালে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এতে গুলিবিদ্ধ হন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। স্থানী✃য়রা তাকে উদ্ধার করে সিলেট নেওয়ার 🉐পথে তিনি মারা যান।

নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান ম💜িয়ার চাচাতো ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সা🤡ধারণ সম্পাদক।

সংঘর্ষে আহতরা মৌলভীবাজার ꦓও সিলেটে🧜র বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রক্তা গ্রামের পিন্টু সুলতান বল♌েন, ‍‍`সকাল ১১꧑টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেদের সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছোঁড়ে এবং আমাদের গ্রামের ৪-৫টা দোকান লুট করে।‍‍`

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‍‍`পিন্টু সুলতানের পক্🐼ষের লোক মো. সিরাজুল ইসল⭕াম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।‍‍`

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!