বরগুনায় এক কেজি গাঁজাসহ মো. ফয়সল প্যাদা (২০) নামের ౠএক কলেজছাত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধ🦩বার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটের পেছনে চাജয়ের দোকান থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা𝕴 ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম।
আটক মো.ফয়সাল প্যাদা (২০) বরগুনা সদরের এম, বালিয়াতলী ইউপির জেলাখানা গ্রা๊মের মো. সেলিম প্যাদার ছেলে। তিনি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছা🐠ত্র।
বডিবি কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলি📖শ (ডিবি) সকালে বরগুনা পৌর সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্কুল ব্যাগ থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় কলেজছাত্র মো. ফয়সাল প্যাদাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধার গাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
ওসি বশিরুল আলম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক চালান আসবে ♋বরগুনায়, সেই খবর পেয়ে টিম নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় স্ღকুলব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসহ এক কলেজছাত্রকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”