• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্রোতে ভেঙে গেল ব্রিজ, ভোগান্তিতে ১৪ গ্রামের মানুষ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৮:৪২ পিএম
স্রোতে ভেঙে গেল ব্রিজ, ভোগান্তিতে ১৪ গ্রামের মানুষ

কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহারি ঢলের কারণে ময়মনসিংহে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় তীব্র স্রোতে একটি বেইলি ব্রি🅠জ ভেঙে পড়েছে।🍰 এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার ১৪ গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ।

ম🌌ঙ্গলবা🦄র (২০ আগস্ট) রাতের কোনো এক সময় ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ভারি বর্ষণের কারণে বেইলি ব্রিজের নিচ দিয়ে বহমান একটি খালের পানির স্রোতের কারণে দুই পাশের মাটি সরে যায়। এতে ব্রিজটি ভেঙে পড়ে। যার কারণে উচাখিলা, মরিচারচর, চরআলগি, টানপাড়া, টানমলামারি, নামামলামারি, কান্দা, বড়ইকান্দি, মাঠ পাড়া, মাইজপাড়া, হাশের আলগিসহ কমপক্ষে ১৪ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হ🍃য়ে পড়েছে।

সেই সঙ্গে গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকেই। ওই ব্রিজ 𓆉দিয়ে ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদপাড় হয়ে ত্রিশাল, কালিবাজার ও ময়মনসিংহে পꦗ্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করেন।

চরআলগি গ্রামের ফারুক মিয়া বল🌜েন, “এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক ৫০০-৬০০ অটোরিকশা চলাচল করে। আমরা এই ব্রিজ পাড় হয়ে উচাখিলা ও ঈশ্বরগঞ্জের বাজারে কৃষিপণ্য বিক্রি করতে যাই। এখন আমরা খুবই অসহায়ত্ব বোধ করছি।“

এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়ে꧒ছি। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা হবে।”

Link copied!