বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জান্তা সীম꧅ান্তরক্ষীদের মধ্যে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার♌ (৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতালে ভর্তি হওয়া সীমান্তরক🦩্ষীরা হলেন জা নি মং, নিম লাইন কিং,♛ ক্যে থিন সিন, ইয়ো ফো, মং র, মুলিউন থং, কিন মং জ। অপর দুজনের নাম জানা যায়নি। এছাড়া কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে আরও বেশ কয়েকজনকে ভর্তি করেছে বিজিবি।
কক্সবাজার ❀জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্যের অবস্থা আশঙ্কাজ🦩নক। তারা হলেন রি লি থাইন (২২) ও জা নি মং (৩০)।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ🐼নোয়ারুল ইসলাম জানান, বিজি🍸পি সদস্যদের মধ্যে গুরুতর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং কয়েকজনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উ🍨পজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশে ঢুকে পড়া বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হ▨য়েছে। তাদের মধ্যে আহত ১৫ জন বি✨জিপি সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।