গাজীপুর ম💯হানগরীর সারাবো এলাকায় বকেয়া বেতনের দাবিতে ব🔯িক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
শনিবার (১৯ অক্টোবর) সকালে শ্রমিকরা কারখানার সামনে চক্রবর্তী এলাকায় চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে 💞শিল্প পুলিশ ও সেনা সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে বেতন দিতে হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। ওই কারখানার শ্রমিকরা গত (সেপ্টেম্বর) মাসেও বেশ কয়েকদিন আন্দোল🍸ন ও সড়ক অবরোধ করে বেতন নিয়েছেন। চলতি মাসেও একই অবস্থা শুরু হলে কারখানার শ্রমিকরা কয়েকদিন আগে বিক্ষোভ করেন।
বিক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহে কিছু কর্মীর বেতন দেওয়া হয়। এখনো অনেকে বেতন পায়নি। যার কারণে শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু 🦄করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কের উ🥃ভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, “মাসের ১৯-২০ দিন চলে গেলেও বেতন পাচ্ছি না। বেতন🍎 না পাওয়ায় ঘর ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না𓆉। গত মাসেরও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। প্রতি মাসে এই অবস্থা হলে সংসার চালানো কষ্ট হয়ে যাবে।”
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, “ওই কারখানায় ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। বেতনের বাকি টাকাও দ্রুত প🦄রিশোধের জন্য বলা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের কারণে অল্প সময় চন্দ্রা-নব🗹ীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এখন স্বাভাবিক রয়েছে।”