নড়াইলে ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা না থাকায় নিরাপত্তাপ্রহরী মোতাহার হোসেনকে (৪০) মারধর করার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের✤ বিরুদ্ধে।
শ🐟ুক্রবার (২০ সেপ্টেম্বর) দꦜুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ𝐆 দিয়েছেন আহত মোতাহাꦦর হোসেন।
মোতাহারꦆ হোসেন হবখালী ইউনিয়ের কাগজী পাড়া এলাকা🎐র মৃত মোকসেদ মৃধার ছেলে।
জানাগেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার কোমখালী গ্রামের মোজাফফর মোল্যা ও তার ছেলে লিটন মোল্যা সিঙ্গিয়া বাজারের ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে আসেন। কিন্তু এটিএম ব💯ুথে সাময়িক সময়ের জন্য টাকা না থাকায় মোতাহারকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে মোতাহারকে চড়-থাপ্পড়, কিলঘুষি মেরে ঘটনাস্থল থেকে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন মোতাহারকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
সিঙ্গিয়া বাজার ইসলামী ব্ꦕযাংকের এজেন্ট ম্যানেজার মো. ইমদাদুল হক জানান, শুক্রবার দুপুরে সিঙ্গিয়া বাজারে ব্যাংকটির নিচে থাকা এটিএম বুথে লিটন মোল্যা নামে এক ব্যক্তি টাকা তুলতে আসে। এ সময় বুথে টাকা না থাকায় সিকিউরিটি🅺 গার্ডকে মেরে আহত করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,ඣ অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।