• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘আওয়ামী লীগকে দেখলে রাস্তায় পিটিয়ে মারবেন’


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৯:১৮ পিএম
‘আওয়ামী লীগকে দেখলে রাস্তায় পিটিয়ে মারবেন’

আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে পিটিয়ে মারার নির্দেশনা 🌸দিয়ে বক্তব্য দিয়েছেন রফিকুল ইসলাম নামের এক যুবদল নেতা। ওই বক্তব্যের ভিডিও তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১𓃲টার দিকেও তার ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডি♒ও দেখা গেছে।

যুবদল নেতা রফিকুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর পৌ🍰র যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক র🌃হমত আলী রব্বানের ভাগনে। মিরপুর শহরে তার ব্যবসাপ্রতিষ্ঠান আছে।

১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে নেতা–কর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, “যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই...বাচ্চারা আমাদের রাস্তায়♔ বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি কর🌠ে তারা।”

রফিকুল ইসলাম আরও বলেন, “বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপন🍨াদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজ🐻নীতি করবেন।”

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজဣারে স্থানীয় বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই বক্তব্যের ভিডিও তার ফেসবুকে পোস্ট করা হয়েছে। তিনি যখন বক্তব্য দেন, তখন তার সামনে দলের নেতাকর্মীরা বসে ছিলেন। এ সময় অনেকে হাততালি দেন।

ওই বক্তব্যের বিষয়ে কথা বলতে মঙ্গল♛বার রফিকুল ইসলামের মোবাইলে কল করা হলে তিনি বলেন, “গত ১৫–১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের স্বীকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। আমার বিরুদ্ধে ১৫–১৬টা মা🅠মলা হয়েছে। বাড়িতে ঘুমাতে দেয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানে বসতে দেয়নি। নির্যাতনের শেষ নেই। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা (পিটিয়ে মারা) বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতাকর্মীদের ধরে রাখতে গেলে বলতে হয়।”

এ বিষয়ে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হক বলেন, “বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন ক♎োনো নির্দেশনাও নেইಌ।”

Link copied!