নীলফামারীতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্🦄ঘটনায় মো. রিফাত হোসেন 😼রাহাত (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর🎃 উপজেলার টে🐭ক্সটাইল পিলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত ওই এলাকার আহেদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী-সৈয়দপুর মেইন রোডের রাস্তা পা♏রাপারের সময় একটি অটোরিকশা প্রথমে ধাক্কা দেয় এবং পরে সেই অটো তার বুকের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মালামালসহ অটোচালককে আটক করেন ও আহত রিফাতকে দ্রুত নীলফামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অল্প সময়ের মধ্যেই সেখ෴ানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর 🌼থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্ম🍸কর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।”