বর্ষপরিক্রমায় ক্যালেন্ডারের পাতা থেকে শেষ হতে চলেছে আরেকটি বছর। সারা দেশের মতো সিরাজগঞ্জজুড়েও কিছু আলোജচিত ঘটনা রয়েছে।
একসঙ্গে চার সন্তান
২৮ নভেম্বর সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আফসানা খাতুন (২৭) নামের এক গৃহবধূ। শহরের মেডিনোভা হাসপাতালে স্বাভাবিক প্রসবে তাদের জন্ম হয়। আꦬফসানা বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী।
৫২ বছর বয়সে এসএসসি পাস
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাস করলেন কৃষক ꦿমহসিন আলী। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। ২৯ নভেম্বর এ খবর ছড়িয়ে পড়ে।
নকল দেওয়ার অভিযোগে দুই মা আটক
২৬ সেপ্টেম♈্বর সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার্থী এক ছেলে ও মেয়েকে ন🦹কল দেওয়ার অপরাধে দুই মাকে আটক করে পুলিশ।
ভাষণবিষয়ক প্রতিযোগিতায় প্রথম রিদওয়ান
এদিকে বছরের ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণবিষয়ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম হয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রিদওয়ান আহমাদ।