বাগেরহাটের শরণখোলায় ট্রাকচাপায় মানসিক ভারসাܫম্যহীন এক যুবক (৩০) নিহ💮ত হয়েছেন।
বুধবার (৩জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা সদর রায়েন্দা 🧸বাজার ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই যুবক সড়ক সংলগ্ন শহীদদের কবরস্থানের পাশে ঘুমিয়ে🐻 ছিলেন। এ সময় শহীদ মিনার হ্যা𒊎ন্ডলিং ঘাটে মাল খালাস করে একটি ট্রাক ঘুরিয়ে যাওয়া সময় তাকে চাপা দেয়। পরে লোকজন জড়ো হওয়ার আগেই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কেয়া মনি জানান, যুবকের মাথা থেঁতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার ম💮ৃত্যু হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্♉ত) সুব্রত কুমার জানান, হা𝐆সপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।