রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে প্রায় ১২ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ নভেম🐼্বর) দুপুর ২টায় সাপটি অবমুক্ত করা হয়।
চট্টগ্রꦰাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মো. রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা অজগরটি অবমুক্ত করেন।
এসময় কাপ্তাই বনবিভাগের রেঞ🌳্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ 𝔍কর্মকর্তা আনোয়ার হোসেন ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, রোব🦩বার (২০ 😼নভেম্বর) রাঙামাটি জেলার টিটিসি প্রাঙ্গন থেকে অজগরটি উদ্ধার করা হয়।