সুনামগঞ্জের ♍তাহিরপুর উপজেলায় নয় ফুট লম্বা একটি অজগর সাপ পিটিয়ে মেরে ফেলেছেন📖 কয়েকজন জেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রাম🔯 সংলগ্ন🔯 এলাকায় এ ঘটনা ঘটে।
এক মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাপটিকে মেরে হাতে নিয়ে দেখাচ্ছেন এক যুবক, পাশে দাঁড়িয়ে আছে উৎসুক নানান বয়সের মানুষ। অজগর সཧাপটি প্রায় নয় ফ🦄ুট লম্বা।
উপজেলার সচেতন মহল বলছেন, সাপটিকে না মেরে বন বিভাগের কাছে অথবা প্রশাসনের কাছে হস্ওতান্তর না করে এভাবে বন্য প্রাণীকে (অজগর সাপ) বীরদর্পে মেরে ফেলা সঠিক হয়নি।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় ঘেষা। আর পাহাড় থেকে বয়ে আসা একাধিক ছড়া এসে নেমেছে হাওরে। এসব ছড়া দিয়ে প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী আসে। এর আগেও এসেছিল। এসব বন্য প্রাণী দেখে ভয়ে মানুষ সেগুলোকে মেরে ফেলে। মঙ্গলবার সকালে শ্রীপুর বাজার পꦫাশে জমিদার বাড়ির সামনে হাওরে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য বড় চাই পেতে রাখেন। সকালে সেখানে সাপটিকে মাছ খেতে দেখে জেলেরা সেটিকে পিটিয়ে মেরে ফেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, “অজগর সাপ মারার বিষয়ে কেউ কিছু জানায়নি।🥃 খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।”