• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৮টি আফ্রিকান ওপনেবিল পাখি জব্দ


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:৫৮ পিএম
৮টি আফ্রিকান ওপনেবিল পাখি জব্দ
অভিযান চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের পাখি জব্দ করা হয়। ছবি : সংগৃহীত

মেহেরপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি পাখি জব্দ করেছে র‍্যাব–১২। এ সময় পাখি বহনকারী গাড়িটিও জব্দ করা হয়েছ♛ে।

রোববার (২ জুন) সন্ধ্যায় মেহেরপুর–কুষ্টিয়া সড়েকর চোখতোলা নামক স্⛄থান থে𒅌কে অভিযান চালিয়ে এসব পাখি জব্দ করা হয়। 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাখি বহনকারী গা🧸ড়ির চালক আশরাফ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরি✤মানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্𓆉যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

ইউএনও বলেন, মেহেরপুরের গাংনী র‌্যাব ক্যাম্পের এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল চোখতোলা নামক স্থানে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আ💝সা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আফ্রিকান ওপেনবিল জাতের ৮টি পাখি জব্দ করা হয়। পাখির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো বহনের দায়ে গাড়ির চালককে ১০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। পাখিগুলোকে জেলা বন বিভাগের মাধ্যমে গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

Link copied!