চাঁদপুরে যাত্রীবাহী বাস থেকে ৫০ไ০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দপ্তর ও 🌸কোস্টগার্ড।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্🐬মকর্তা মো. তানজিমুল ইসলাম।
এর আগে সোমবার (১ এপ্রিল) রাতে স🧜দর উপজেলার হানারচর ইউনিয়নে🌱র হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলিযুক্ত এসব চিংড়ি জব্দ করা হয়।
তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহন না💫মে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাসে থাকা ১০টি ককসিটের বক্স থেকে ৫০০ কেꦛজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
তানজিমুল ইসলাম আরও বলেন, জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসকের কার্ꦫযালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।