মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ⭕্দিনসহ (২৯) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদাবাজ🌃ি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বা🌠কি গ্রেপ্তাররা হলেন কোমরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুট্টো (৩২), দারিয়াপুর গ্রামের শ্রমিকলী𓃲গ নেতা জিয়ারুল হক (৪৬), বিশ্বনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী বাহালুল ইসলাম (৪০)।
মুবিনগর থানার ভারপ্রাপ্ত কর🦂্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের কাছে আসামি𓃲রা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। খোরশেদ আলম পাঁচ লাখ টাকা চাঁদা দিয়েছিলেন। এ ঘটনায় বুধবার মুজিবনগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন খোরশেদ আলম।
ওসি জানান, গ্রেপ্তার পাঁচ𝔍জন ওই মামলার এজাহার নামীয় আসামি। তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।