কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫টি বিরল প্রজাতির কা🀅ছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অধিকারী (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত 𒉰করেছেন ℱজেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তিনটি ককশিট কার্টুনের ভেতর থেকে চার প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করা হয়। এ ঘ🦩টনায় একজনকে আটক করা হয়েছে। উদ꧃্ধারের পর কাছিমগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”