হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্✃রুপে গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন তিনজনဣ। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার ওই কারখানায় এ বিস্ফো𒉰রণের ঘটন🎶া ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশেꦐর বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ🌸এসপি) জহিরুল ইসলাম।
নিহত💧রা হলে♋ন চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া।
এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে চারজন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেশার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছ꧟ে। কারণ অনুসন্ধানের পরꦚ বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।