নীলফামারীর সৈয়দপুরে সুন্𒈔꧂দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর🌃 সার্কেল) কল্লোল ক💞ুমার দত্ত এই তথ্য জানিয়েছেন। এসময় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম উপস্থিত ছিলেন।
কল্লোল কুমার জানান, শনিবার (২ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভাধীন শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্💯ভিস অফিসে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে ৩৫২ বোতল ফেনসি✨ডিল জব্দ করা হয়। ফেনসিডিলগুলো লোহার তৈরি রোলারের মধ্যে রাখা ছিল।
এ ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে এক মাদক কারবারিকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ♈কল্লোল কꩵুমার।