ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার ভাবকীর মোড় এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত꧅ অটোরিকশার সংঘ🅺র্ষের ঘটনা ঘটেছে। এতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার ꦇদু💯পুর ২টার দিকে ভাবকীর মোড়সংলগ্ন চেরুমন্ডল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার ঘোরষাইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল চন্দ্র দাস (৬৫), বিনোদবাড়ী মানকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামꦛের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার তিন বছরের মেয়ে আদিবা খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুক্তাগাছার স্থানীয় কালীবাড়ি বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী ন🤪িহত হন।
মুক্তাগাছার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিন যাত🐬্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।