সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।🐬 বজ্রপাতে রোবব🗹ার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে দুজন এবং গতকাল শনিবার জামালগঞ্জে একজন নিহত হন।
বজ্রপাতে রোববার সকালে নিহতরা হলেন পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। দেখার হাওরে মাছ 🐭ধরার সময় বজ্রপাতেꦇ ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ ব𝓡লেন, স্থানীয় দেখার হাওর🌳ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুজন ঘটনাস্থলে মারা যান।
এদিকে শনিবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা ♈গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা ꦕযান।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে কালাগুজা হাওরে নয়া হাওরে মাছ ধরার জন্য যায়। সকালে পরিবারের লোকজন জানতে পারে সকালে বজ্রপাতে ত🍎িনি নিহত হয়েছেন। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
সুনামগঞ💃্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সম♏য় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
𓆉জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বা🎉ড়িতে যাচ্ছে।