• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৩:৪৭ পিএম
মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২ হাজܫার ২৩৫  বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক চোরাকারবারি൩ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

রোববার (৭ জুলাই) দুপুর ১২টায় এক সংবাদ꧟ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ তথ্য নিশ্চিত কඣরে। 

এর আগে, শনিবার গভীর রা💧তে জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারর꧟া হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃত শাহ আলমের ছেলে মানিক (২৮) ও আব্দুল খালেকের ছেলে শাহিন আলম (২৯) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলꦗার নাসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম (৪৫)। 

তবে ওই চক্রে𒅌র মূলহোতা আতিয়ার রহমান (২৮) টের পেয়ে কৌশলে পালিয়ে যা💖ন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায় মাদক চোরাকারবারি চক্রের মানিক, শাহিন আলম ও আরোজা বেগম নীলস꧃াগর এক্সপ্রেসে মাদক বহন করছেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদের ൲আটক করা হয়। 

এ চক্রের মূলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যান। পরবর্তীকালে গ্রেপ্তারদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন মাদকদ্রꦬব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের উদ্ধার আলামত সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ  করা হয়। পরে তাদের বিরুদ্🔯ধে একটি মামলা করা হয়েছে।

Link copied!