জামালপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অ🌱টোরিকশার তিন যাত্রী♚ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর শহরের টিউবও♋য়েল পাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জা൩মালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ꦐওসি) আবু ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন জামালপুর শহরের নয়াপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদি এলাকা🦂র আব্দুল মালেক (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরে𓆉 আসছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েল পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে অটোরিকশাচালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তাফিজুর রহমান।