নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে মাছবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন꧟ নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বড়পাড়া-হাটিকুমরুল টোল সড়ক💖ে ♏এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন রা🍌জশাহীর পুঠিয়া থানার পরিতোষ কুমার দত্তের ছেলে উৎসব কুমার দত্ত ও নীলফামারি জেলার 𝄹শফিকুল ইসলাম।
বনপাড়꧃া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত কর🔯েছেন।
ওসি জান🎀ান, বনপাড়া থেকে ঢা🌼কাগামী মাছ বোঝাই ট্রাক বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের পেছনের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ৩ যাত্রী আহত হন। আহত তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইসমাইল হোসেন বলেন, নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি🧸। আর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।