ফরিদপুরের মধুখালী উপজেলায় ফেনসিডিলসহ দুই আন্তজꦗেলা মাদক কারবারিকে গ▨্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১১🅰টার দিকে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, সোমবার (২৯ মে) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার মহেশপুর উপজেলার শ্যামকুꦐড় এলাকার নজরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৭) ও একই উপজেলার ডুমুরতলা এলাকার মৃত খোদাবক্স মন্ডলের ছেলে মো. বিশারত আলী (৪১)।&n🎉bsp;
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ফরিদপুরের মধুখালী থানার কামারখালী এলাকায় অভি𝔉যান পরিচালনা করে। অভিযানের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাক✨া ৪০১ বোতল ফেনসিডিল, ১টি প্রোবক্স প্রাইভেটকার, ৩টি মোবাইল, ৬টি সিমকার্ড ও মাদক বিক্রির ৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধ🔯িনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বল🏅েন, “গ্রেপ্তাররা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করতে আসছিল। এ বিষয়ে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।”