• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৈয়দপুরে ১১০টন নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক জব্দ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৯:০৭ পিএম
সৈয়দপুরে ১১০টন নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক জব্দ

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বি🐠ভাগ, এনএসআই ও র‌্যাღবের যৌথ অভিযানে ১১০টন বিক্রয় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক জব্দ করা হয়েছে।

মঙ্গল🥃বার (২৫ জুন) বিকেলে সৈয়দপুর বিসিক শিল্প নগরী থেকে এসব অবৈধ কীটনাশক জব্দ করা হয়।

কꦅৃষি বিভাগ সূত্রে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণি অনুযায়ী কার্বোফুরান ফরমুলেশনের বিষাক্ততা মানুষসহ প্রাণিকুলের জন্য ক্ষতিকর। যার কারণে ২০২৩ সালের জুন মাস থেকে এর বিক্রয়, বিপণন, প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ করে কৃষি মন্ত্রণালয়। পরবর্তীতে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে অবশিষ্ট কার্বোফুরান ধ্বংসের তাগাদাও দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকী বলেন, 🔜ღজব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এই বিষয়ে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

অভিযানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিꦇশনার (ভূমি) আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, এনএসআইয়ের উ🍸পপরিচালক মোহাম্মদ মশিউর রহমানসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!