ভারত ও ইংল্যান্ড চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার দুই সেমিফাইনালে তারা জয়ী হয়েছে। সকালের ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। আর রাতের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারায় সাবেক চ্যাম্পিয়ন ভারত। শনিবার রাতে ব্রিজটাউনে নবম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৩৪ রান করলেই এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারী হয়ে যাবেন। রোহিতের সংগ্রহ এখন ২৪৮ রান। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ২৭১ রান নিয়ে শীর্ষে রয়েছেন। আফগানিস্তান বিদায় নেওয়ায় তার আর রান করার সুযোগ নেই। আরেক বিদায় নেওয়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ২৫৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন। রোহিত আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন আফগান ব্যাটার ইব্রাহীম জাদরান ২৩১ রান নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ২২৮ রান নিয়ে আছেন পঞ্চম স্থানে। ২১৯ রান নিয়ে ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্রের আন্দ্রিস গস। সপ্তম স্থানে ইংল্যান্ডের জস বাটলার আছেন ২১৪ রানে। ২০৪ রান নিয়ে অষ্টম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডি কক। রোহিত ছাড়া ডি ককের সুযোগ আছে শীর্ষ স্থানে যাওয়ার। কিন্তু রোহিতের যেখানে ৩৪ রান দরকার, সেখানে ডি ককের প্রয়োজন ৭৮ রান। ফলে রোহিতেরই শীর্ষ স্থানে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে তারা যদি কেউ মোট রান ২৮১ এর কম করেন, তাহলে গুরবাজই হবেন এব♌ারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক।