সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ভারতের আইপিএল নিলামে নাম দিয়েছিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার বাংলাদেশের তাসকিন আহমেদ। কিন্তু রহস্যজনক কারণে এই তিন তারকার কাউকেই কোনো দল নেয়নি। যেখানে বস্তাপঁচা ভারতীয় বোলারদের বড় বড় অর্থ দিয়ে দলে নিয়েছে তারা। যাইহোক, আইপিএলে দল না পেলেও তাসকিনের বিশ্বরেকর্ডকে তো আর আড়াল করতে পারেনি ভারতের মিডিয়াগ🔴ুলো। তাসকিনের বিশ্বরেকর্ডকে ফলাও করে প্রচার করেছে তারা। সেই তাসকিন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে ১২টি উইকেট নিয়ে বিরাট কৃতিত্ব দেখিয়েছেন। তাও আবার মাত্র তিন ম্যাচে। ঢাকা পর্বে তার দল দুর্বার রাজশাহী ভালো না করলেও তাসকিন রয়েছেন উইকেট শিকারে এক নম্বরে। এরমধ্যে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৭টি উইকেট নিয়ে গড়েছেন আইপিএল রেকর্ড। সেই সঙ্গে বিশ্ব টি-টোয়েন্টিতেও গড়েছেন যৌথ রেকর্ড। এক ম্যাচে ৭ উইকেট পাওয়া আরও দুই বোলার রয়েছেন। যাইহোক, বিপিএলে ৭টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিদেশী স্পিন বোলার খুশদিল শাহ। ৬টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও আল ইসলাম।