বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। ৮ উইকেটের জয়ে ব🐭ড় অবদান রোহিত শর্মার। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫২ রান করেছেন রোহিত। ইনিংস খেলার পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৪৯৯ ইনিংসে মাইলফলকটি ছুঁয়েছেন ভারত অধিনায়ক। ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ক্রিস গেইল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার🐟 রানও পূর্ণ করেছেন রোহিতের। এখানে তিনি তৃতীয়। ২৬ ইনিংসে ১ হাজার ১৪২ রান নিয়ে এই তালিকায় সবার ওপরে বিরাট কোহলি। ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান নি𝔉য়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জয়বর্ধনে।
টি-টোয়েন্টিতে ভারতের সফলতম অধিনায়ক হলেন রোহিত। এত দিন রেকর্ড ছিল ধোনির দখলে। ৭২টি 🍃ম্যাচে অধিনায়কত্ব করে তিনি জিতেছেনඣ ৪২টি ম্যাচ। রোহিত বুধবার নিজের ৪৩তম ম্যাচ জিতলেন। মাত্র ৫৫টি ম্যাচ খেলেই এই রেকর্ড গড়লেন রোহিত।
তবে টি﷽-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন বাবর আজম। ৮১টি ম্যাচে ৪৬টিতে জিতেছেন। উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা ৫৭টি ম্যাচের মধ্যে ৪৪টিতে 🔥জিতেছেন। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অইন মর্গ্যান ৭১টি ম্যাচের মধ্যে ৪৪টিতে জিতেছেন। এখানে চার নম্বরে রয়েছেন রোহিত।