• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিসিবির বিরুদ্ধে কড়া অভিযোগ পাকিস্তানি ব্যাটার শেহজাদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০২:৩১ পিএম
পিসিবির বিরুদ্ধে কড়া অভিযোগ পাকিস্তানি ব্যাটার শেহজাদের
আহমেদ শেহজাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপিএলে খেলে যাওয়া পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ বেশ আগে থেকেই নিজ দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ তুলে আসছিলেন আহমেদ। এবার সেই তালিকা আরও লম্বা করলেন এই পাকিস্তানি ব্যাটার। নতুন করে পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি ও স্বজনপ্রীতির অভিযোগ তু𓃲লেছেন তিনি।

এসব অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ‘চ্যাম্পিয়ন্স কাপ’ থেকে নিজের নাম সরিয়ে নিয়ে🐎ছেন শেহজাদ। তার দাবি, ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে পিসিবি অন্যায় আচরণ করে। যা একেবারেই অগ্রহণযোগ্য।

গেল আগস্ট মাসের শুরুর দিকে পিসিবি ‘চ্যাম্পিয়ন্স কাপ’ নামের একটি টুর্নামেন্টের সূচি ঘোষণা করে। এই ইভেন্টে থাকবে তিন ফরম্যাটের ক্রিকেট। প্রথম শ্💫রেণি, ৫০ ওভার ও টি-টোয়েন্টি সংস্করণে ঘরোয়া প্রতিযোগিতাগুলোর আয়োজন করা হবে।

‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমানো’র লক্ষ্যে আয়োজিত এই তিন প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন্স ওয়♔ানডে কাপ আয়োজন করা হবে সেপ্টেম্বরে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেহজাদ লেখেন, ‘আমি চ্যাম্পিয়ন্স কাপে না খেলার সিদ𝐆্ধান্ত নিয়েছি। ঘরোয়া খেলোয়াড়দের প্রতি পিসিবির পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের বিষয়গুলো অগ🐻্রহণযোগ্য।’

সম্প্রতি চ্যাম্পিয়নস কাপের পাঁচটি দলের জন্য💟 পাঁচজন মেন্টর নিয়োগের কথা জানায় পিসিবি। এই ৫ মেন্টর হলেন- মিসবাহ-উল-হক, সাকলায়েন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও ওয়াকার ইউনুস। তাদের পেছনে ৫০ লাখ রুপি ব্যয় করবে পিসিবি, এমন তথ্যও পাওয়া গেছে।

মেন্টরদের পেছনে এসব ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ। তিনি বলেন, ‘যখন পাকিস্তান মূল্যস্ফীতি, দারিদ্র্য এবং ভয়াবহ বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে, তখন পিসিবি কিছুই না করার জন্য এবং বর্তমান দলের ব্যর্থ খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য মেন্টরদের পেছনে ৫০ লাখ রুপি নষ্ট করছে। যারা পাকিস্তানের ক্রিকেটকে তলানিত💖ে নিয়ে এসেছে।’

সর্বশেষ ২০১৯ সালে 🅠পাকিস্তানের জাতীয় দলে খেলেছিলেন শেহজাদ। এরপর আর দলে জায়গা পাননি তিনি। এরপর পিসিবির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ তুলেছেন শেহজাদ। বর্তমানে পাকিস্তানের ক্রিকেট-কাঠামো ব্যর্থ বলে দাবি করেন শেহজাদ।

শেহজাদের প্রত্যাহার করা 🌟ꦿচ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর, শেষ হবে ২৯ সেপ্টেম্বর। অংশ নেওয়া দলগুলো হলো- ডলফিনস, লায়নস, প্যানথারস, স্ট্যালিয়নস ও উলভস।

Link copied!