• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে নান্নুদের জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৫:২৪ পিএম
বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে নান্নুদের জয়
ম্যাচের আগে একাত্তরের শহীদদের স্মরণে নিরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

মিরপুর স্টেডিয়ামে শনিবার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে শহীদ জুয়েল একাদশ ৭ উইকেটে পরাজিত করেছে শহীদ মোশতাক একাদশকে। ম্যাচটিতে দুই দলে খেলেছেন সাবেক তারকা ক্রিকেটাররা। 
ম্যাচসেরা ফয়সাল হোসেন🅺 ডিকেন🍬্সের হাফ সেঞ্চুরিতে জয় পায় জুয়েল একাদশ। 

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটে ১২৯ রান❀ তোলে মোশতাক একাদশ। ২৬ বলে দলের হয়ে ছয়টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন তুষার ইমরান। ১৪ বলে ২৩ রান করেন মেহরাব হোসেন অপি। এহসানুল হক সেজান, হাবিবুল বাশার সুমন ও নিয়ামুর রশিদ রাহুল ১৪ ক🦹রে রান করেন। জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ২১ রানে দুই উইকেট নেন 

জবাবে শুরুটা ভাল হয়নি জুয়েল একাদশের। ৬৯ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। দুটি উইকেটই নেন আব্দুর রাজ্জাক। জাভেদ ৫, মোহাম্মদ র❀ফিক ১৮ ও মিনহাজুল আবেদীন নান্নু ৭ রানে আউট হন। এরপর আর উইকেট হারায়নি তারা। ডিকেন্স ৪৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন। ডলার মাহমুদ ১৬ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৩ রানᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚে অপরাজিত থাকেন। 

শহীদ মোশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দীন আহমেদ বাবু, আব্দুর রাﷺজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহম্মদ আলী।

শহীদ জুয়েল একাদশ: জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।
 

Link copied!