• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোহলি-রোহিতকে আউট করলেও বন্ধুর ক্যাচ ফেলে দিলেন তিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৩:৩২ পিএম
কোহলি-রোহিতকে আউট করলেও বন্ধুর ক্যাচ ফেলে দিলেন তিনি
রোহিতকে আউট করার পর সৌরভ। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বড় চমক যুক্তরাষ্ট্র। আর দলটির অন্যতম খেলোয়াড় সৌরভ নজর কাড়ছেন সবার। সৌরভ নেত্রবালকার কী করতে পারেন, কী করছেন, সেটা এখনো ক্রিকেট দুনিয়ার চোখের সামনে। সুপার ওভারে পাকিস্তানের বিপক্ষে জয় এনে দেওয়া সৌরভ বুধবার ৭ বলের ব্যবধানে আউট করেছেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ক্রিকেট দুনিয়ার সবাই জানেন, এ দুই নামের ওজন কতটা!
সৌরভ বুধবার অবশ্য তাদের ওজন বুঝতে সময় নেননি। প্রথম বলেই আউট করেন কোহলিকে, যা টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির প্রথম। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনো তিনি শূন্য রানে আউট হননি। রোহিতকে ফিরিয়েছেন পরের ওভারে। ভারতীয় ক্রিকেটের দুই ‘মাথা’কে তুলে নিয়ে সৌরভ বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের হারের শঙ্কাই জাগিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।
সুযোগ তৈরি করা সৌরভ সুযোগ খুইয়েছেনও। ইনিংসের ১৩তম ওভারে সূর্যকুমার যাদবের ক্যাচ ছেড়েছেন। তখন সূর্যের রান ছিল মাত্র ২২। ভারতের প্রয়োজন ছিল ৪৫ বলে ৫৩ রান। এরপর ফিফটি করে সেই ম্যাচ ১০ বল বাকি থাকতেই বের করে ফেলেন সূর্য। যার ক্যাচ ছেড়েছেন, সেই সূর্যের আবার খুব কাছের বন্ধু সৌরভ। একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব–১৫ থেকে। কে জানে, বল যখন সূর্যের ব্যাট ছুঁয়ে আকাশে উড়ছিল, তখন সেই দিনগুলোর কথাই মনে পড়েছিল কি না সৌরভের!
ক্যাচ ছেড়ে সৌরভ নিজেও বুঝেছেন, বড় সুযোগ মিস হয়ে গেছে। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘দায়টা আমার। ক্যাচটা যদি নিচে পারতাম, তখন ভারতকে আরও চাপে ফেলতে পারতাম।’
তবে এই ক্যাচ মিসেই কাল্ট হিরো থেকে সৌরভ ভিলেনে পরিণত হননি। তাকে নিয়ে করা ভারতের সাবেক ক্রিকেটার ন��ভোজিৎ সিং সিধু🥀র উক্তিটিই বোধ হয় এখন মানানসই। স্টার স্পোর্টসে তিনি বলেছেন, “গুরু, তুমি তো একের ভেতর সব। তুমি ইঞ্জিনিয়ার, তুমি সূর্যুকুমারের বন্ধু, তুমিই আবার ভারতের উইকেটও নিচ্ছ, আর কী কী করো তুমি!”

Link copied!