বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বিচারে দেশের সর্বকালের দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শুক্রবার (৩০ ডিসে𒈔ম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে নিজে সেই পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
অথচ দিন পার না হতেই সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সালাউদ্দিন। শনিবღার (৩১ ডিসেম্বর) বাফুফের এক সভায় পুরস্কার নিয়ে আলোচনা শেষে এক বিজ্ঞপ্তিতে প্রত্যাখানের বিষয়ে জানানো হয়।
বাফুফে থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়,, "বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।ﷺ সভায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কাজী মো: সালাউদ্দিনকে প্রদত্ত দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ পুরস্কার প্রত্যাখ্য✤ানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।"
এমনকি সালাউদ্দিনের মতো♕ মুক্তিযোদ্ধাকে দ্ജবিতীয় সেরা পুরস্কার দেওয়াতে ফুটবল সংশ্লিষ্ট সবাইকে অবমাননার অভিযোগও আনা হয়েছে বাফুফের পক্ষ থেকে।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সালাউদ্দিনের মতো বীর মুক্তিযোদ্ধাকে দ্বিতীয় সেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়াটা প্রহসনের শামিল। স্বাধীন বাংল𓆉া ফুটবল দলকে অবমাননা এবং একই সঙ্গে ক্রীড়াঙ্গন তথা ফুটবলসংশ্লিষ্ট সবার জন্য এটা অবমাননাকর।’
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে নিজেদের ৬০ বছর পূর্ত♛ি উপলক্ষ্যে হীরকজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে বিএসপিএ। সেখানে সংগঠনটি বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদকে সম্মাননা জানায় ।
বিএসপিএর বিচারে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া চার নম্বর হয়েছেন বাংলাদেশে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রয়াত মোনেম মুন্না। সা༺ফ গেমসে পাঁচ স্বর্ণ জেতা মোশাররফ হোসেন খান পঞ্চম সেরা হয়েছেন৷
বাংলাদেশ জাতীয়𒈔 ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা হয়েছেন ষষ্ট। ২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান সপ্তম হয়েছেন। এছাড়া দশম হয়েছেন গলফার সিদ্দিক।