অস্ট্রেল🧔িয়ার পর এবার পালা ইংল্যান্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছ থেকে এই বার্তাটাই এখন উড়ে আসছে ভারতীয় দলের উদ্দেশে।
গত দু’বছরে ভারতীয় ক্রিকেটভক্তদের স্বপ্নভঙ্গ হয়েছে দু’টো দেশের হাতে। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। আর ২০২২ সালের টি-টোয়🎐েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় রোহিত শর্মারা। চলতি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে বৃহস্পতিব⛄ার রাতে আবার সেই ইংল্যান্ডের সামনে পড়েছে ভারত।
ভারত অধিনা📖য়ক রোহিত বলেছেন, সেমিফাইনালে প্রতিপক্ষ কে, সেটা নিয়ে ভাবছেন না তারা। ভারত নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, ‘আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাব। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই।’ তিনি যোগ করেন, ‘সবাইকে বলেছি, খোলা মনে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব।’
প্রথম সেমিফাইনা🀅লে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে আফগানিস্তানের। দ্বিতীয় সেমিফাইনালে 😼লড়াই ভারত-ইংল্যান্ডের।
সোমব🌜ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কার্যত একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন রোহিত। ৪১ বলে ৯২ রান করে তিনি আউট হন।
বিশ্বকাপের প্রথম পর্বে পেস আক্রমণই ছিল ভারতের প্রধান অস্ত্র। নিউইয়র্কে সুবি🃏ধে পাচ্ছিলেন পেসাররা🌸। কিন্তু সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্পিনাররা। বিশেষ করে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
রোহিত বলেন, ‘এখানকার পিচে যে কুলদীপ ভাল বল করবে তা জানতাম। ওয়েস্ট ইন্ডিজের পিচে কুলদীপকে দরকার। আমি নিশ্চ🐓িত, পরের ম্যাচে🌊 ওর বড় ভূমিকা থাকবে।’