• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাহিত্যিকেরা নির্লজ্জ হলে সেই সমাজ নিয়ে কোনো আশা থাকে না


তসলিমা নাসরিন
প্রকাশিত: মে ১০, ২০২২, ০৯:৫৮ এএম
সাহিত্যিকেরা নির্লজ্জ হলে সেই সমাজ নিয়ে কোনো আশা থাকে না

কী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে? ওঁর হাম্বা হা🎉ম্বা🧔 কবিতাটি ওই বইয়ে আছে তো! ভালো যে আমি কলকাতায় থাকি না আর। 

যেটুকু শ্র🌠দ্ধা ছিল কবি-সাহিত্যিকদের জন্য, যেটুকু মুগ্ধতা ছিল মানুষের সততা আর সাহসের জন্য, যেটুকু পক্ষপাত ছিল ওই শহরটির জন্য, সেসব দিনে দিনে ফুরিয়েছে। চারদিকে চলছে চাটুকারিতা। টাকা, ক্ষমতা, নাম আর পুরস্কারের লোভ মানুষকে এত ক্ষুদ্র 🦩বানিয়ে ফেলেছে যে কারও মুখ আর দেখতে পাওয়া যায় না।

খুনি ডাকাত চোর বদমাশ নির্লজ্জ হলে মানায়। যখন শিল্প-সাহিত্যের জগতের লোকেরা নির্লজ্জ হয়, তখন সেই সমাজ নিয়ে সামান্যও আশা করার কিছু থাকে না। ভালো যে ও🎐ই শহরে আমি আর বাস করি না৷ বাস ♕করলে হতাশার অতল গহ্বরে আমাকে তলিয়ে যেতে হতো।

Link copied!