ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য চলছে। গাবতলী থেকে পাটুরিয়াঘাট পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ১৬✤৪ টাকা হলেও ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে গাবতলী ব꧂াস টার্মিনালে দেখা যায়, গাবতলী থেকে পাটুরিয়া যাত্রীপ্রতি ভাড়া নিচ্ছে মৌমিতা ৫০০ টাকা, রবরব ৪০০ টাকা, ওয়েলকাম ৪০০ টাকা ও শুকতারা ৪০০ টাকা।
এদিকে গাবতলীতে যাত্রীর ঢল নামায় রুট পারমিট না থাকলেও গাবতলী থেকে পাটুরিয়া রুটে বেশ কিছু পরিবহনের বাস চলছে। রুটের বাস না হয়েও র🍨বরব পরিবহনের বাস পাটুরিয়া পর্যন্ত যাচ্ছে।
এꦦত টাকা ভাড়া কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে ওয়েলকাম বাসচালকের সহকারী বলেন, “আসার সময় খালি আসতে হবে। তাই বাড়তꦏি ভাড়া নেওয়া হচ্ছে।”
শুকতারা সার্ভিস লিমিটেডের একটি বাসের সহকারী বলেন, “সবাই ন�🗹�িচ্ছে, আমরাও নিচ্ছি।”
রবরব পরিবহনের একটি বাসের সহ🔥কারী বলেন, “৫০০ টাকা নিতাম, সেখানে🐈 ১০০ টাকা কমে ৪০০ টাকা নিচ্ছি।”
মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের 🎶সহকারী𝐆র দাবি, এই রুটের ভাড়া ৫০০ টাকাই।
৪০০ টাকা দিয়ে রবরব বাসে ওঠা এক যাত্রী বল𒁃েন, “উপায় নাই ভাই। কী করব?”