রাজধানীর লালবাগের শ♛হীদনগর বউবাজারের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার♐ দিকে বউবাজারের ৪ নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্🥃রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, শুক্রবার দুপুর ১২টার একটু পর প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট পাঠানো হয়।
শাহজাহান সিকদার আরও জানান, এ𓃲টি একটি টিনশেড কারখানা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যা෴য়নি।