• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৭:৫০ পিএম
চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
ব্যাংকের লেনদেন। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে চলমান কারফিউতে সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০🦄 জুলাই) ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় নতুন সময়সূচিতে চলবে চেক ক্লিয়ারিং হাউজ।

রোববার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস🦩 ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওꦗয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আরটিজিএসের গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত।💎 আন্তঃব্যাংক ট্রান্সফার ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে।

বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। 
এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন🐻্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ং𝓀ক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসি🍎এইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা🅺 নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো বেলা সোয়া ২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বেলা পৌনে ৩টার মধ্যে নিষ্পত্তি হ‌বে।

Link copied!