রাজধানীඣর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভবনে লাগা 𝕴আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডি﷽ফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ꦛফারুক।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গুলশান সেন্টাꦇর পয়েন্ট ভবনের অষ্টম তলায় আগুন লাগে। ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্🌳পোরেশনের অফিস রয়েছে।
রাফি আল ফারুক জানান, ভবনের ৮ তলায় উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে। এখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনের ঘটনা শুনে প্রথমে তিনটি ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কাচ🌳 ভেঙে ধোঁয়া বের করেন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।