নিউক্লিয়া🥀র পাওয়ার প্ল্যান্ট কোম💞্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) স্থগিত করা পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ🔜্তির মাধ্যমে এসূচি প্রকা🧜শ করে।
বিজ্ঞপ্তিতে বল🍃া হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর এবং জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে ৪৬ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ও জুনিয়র এক্সিকিউটিভℱ ট্রেইনি (মেকা💞নিক্যাল) পদের নির্ধারিত পরীক্ষা ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছিল।
মৌখিক পরীক্ষা🐭র নতুন সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।