• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৭০ ভাগ মানুষ টিকা পেলে এ বছরই শেষ হবে মহামারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০১:৪৩ পিএম
৭০ ভাগ মানুষ টিকা পেলে এ বছরই শেষ হবে মহামারি

ওমিক্রনের প্রকোপে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও মৃত্যুহার এখনো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কারণেই মহামারির ভয়াবহতা কমাতে সক্ষম হয়েছে বিভিন্ন দেশ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়েসুস বলছেন, প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে আর ঝুঁকিতে থাকা নাগরিকদের ওপর নজর রাখা সম্ভব হলে এ বছরই মহামারির সমাপ্তি ঘোষণা সম্ভব হবে।

টুইটারে একটি ভিডিওর সঙ্গে এই বার্তা দেন তেদরোস। এতে বলা হয়, “দুই বছরে প্রায় ৩৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ৫৫ লাখ মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। গত সপ্তাহে প্রতি ৩ সেকেন্ডে ১০০ জন করে আক্রান্তের খবর এসেছে। আর প্রতি ১২ সেকেন্ডে মৃত্যু হয়েছে একজনের। তাই প্রশ্ন উঠছে এই মুহূর্তে আমরা মহামারির কোন পর্যায়ে আছি? এটি কখন শেষ হবে?”

এছাড়া মহামারি শেষ হলেও যে করোনা সাধারণ রোগ হিসেবে থেকে যাবে, সেই তথ্যও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তার মতে, “এটা সত্য যে ভবিষ্যতে আমাদের কোভিডকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। তবে কোভিডকে সঙ্গে নিয়ে বাঁচা মানে এই নয় যে করোনাভাইরাসকে আমরা আরও বাড়তে দেব কিংবা প্রতি সপ্তাহে ৫০ হাজার মৃত্যু দেখতে হবে।”

তেদরোস মনে করেন, হয়তো ওমিক্রনই করোনার শেষ ভ্যারিয়ান্ট নয়, তবে মহামারির শেষ দিকে রয়েছি আমরা। চূড়ান্তভাবে মহামারি শেষ করাটা আমাদের সবার প্রচেষ্টার ওপর নির্ভর করছে। তাই ৭০ ভাগ মানুষের টিকাদানই একমাত্র সমাধান বলে মনে করছেন এই স্বাস📖্থ্যবিদ।

Link copied!